রহমত নিউজ 09 December, 2023 07:07 PM
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি তামাশার নির্বাচনে পরিণত হয়েছে। যারাই নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রত্যেকে নৌকা প্রতীক চায়। আসন ভাগাভাগির উৎসব চলছে। এ তামাশার নির্বাচন করে দেশের বহুল অর্থ খরচ করার কী প্রয়োজন। তামাশার এ নির্বাচন দেশের জনগণের কাছে গ্রহণযেগ্যতা পাবে না। সুতরাং দ্বাদশ জাতীয় সংসদের ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। না হয় দেশ ও জাতির জন্য যে মহাসংকট ও ক্ষতি তৈরি হবে তাতে সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে।
আজ( ৯ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউসুফ আশরাফ সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশের জনগণ আলেমদের কারাগারে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দিবে না। তিনি আরও বলেন, মানুষের কষ্ট ও দুর্ভোগ নিয়ে সরকার নিশ্চুপ। সরকার দলীয় লোকদের চাঁদাবাজি ও টেন্ডারবাজীর কারণে জিনিসপত্রের দাম বেড়েই চলছে। চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ হলেই জিনিসপত্র কমমূল্যে বিক্রি হবে। সুতরাং যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। যাতে আর কেউ এধরণের কাজ করার সাহসও না পায়।
সভায় ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের দ্রুত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে ১৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত গৃহিত হয়।
পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া,সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন খান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী প্রমুখ।